নার্সিসাস ছিল অসম্ভব সুন্দর এক তরুণ। সে সৌন্দর্যের অহংকারে এতটাই বুঁদ হয়ে ছিল যে সবাইকে অগ্রাহ্য করতো, কাওকে নিজের যোগ্য মনে করতোনা। অহংকারীর পতন হবেই…নার্সিসাসেরও হলো। সে শাস্তি পেলো - তার নিজের ই প্রতিবিম্বের প্রতি ভালোবাসা তৈরি হলো তার। এক জলাধার থেকে পানি খেতে গিয়ে সেখানে নার্সিসাস নিজের রিফ্লেকশন দেখে এবং এতটাই অবসেসড হয়ে যায় যে মারা যাওয়ার আগ অব্দিও সে একইভাবে তাকিয়ে ছিল অভিশাপের ফলে। তারপর সেখান থেকে নার্সিসাস ফুলের জন্ম হয়।
এটা একটা মিথ… কিন্তু পড়ে মনে হয়েছিলো কিছু সময় নার্সিসাসের মতো হওয়াও ভালো। নিজের প্রতি মুগ্ধতা না থাকলে যে কেও এসে ভেঙে দিতে পারে মনোবল, নিজের উপর ভরসা না থাকলে টিকে থাকবেন কীভাবে?
নিজেকে ভালোবাসা কোনো অপরাধ না যতক্ষণ না অন্যের ক্ষতি করছেন। নিজেকে ভালোবাসুন, পছন্দের জামাকাপড় কিনুন, আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখুন সেজেগুজে ![]()
বি.দ্র : নিজের দিকে অপলক চোখে তাকিয়ে থাকার মতো ড্রেস আমাদের কাছে এভেইলেবল!
নার্সিসাসের অভিশাপ!