রিসেন্টলি একজন ভাই দুঃখ করে বলছিলেন, “ আমার ছেলেমেয়েকে স্কুলে দেয়ার পর আমার সাথে তেমন কিছু শেয়ার করেনা। প্রথমদিকে সারাদিন কী করেছে এমন অনেক গল্প করতো। কিন্তু এখন কেমন যেন চুপচাপ থাকে আমার সামনে। ”
জিজ্ঞাসা করলাম, “ ওদের কি কোনো কারণে বকাঝকা দিয়েছিলেন?”
উনি ভেবেচিন্তে বললেন, “ গত বছর ক্লাসে কার সাথে যেন মারামারি করেছিল তাই প্রিন্সিপাল ডেকে জানিয়েছিলেন যে ওরা পড়াশোনা কম করছে, দুষ্টুমি বেশি করছে একটু মনযোগ যাতে দিই। আমাকে কীনা কথা শুনতে হলো ওদের জন্য… সারাদিন পরিশ্রম করি এসবের জন্য! এসে ঠাস ঠাস করে দুজনকে চড় দিলাম দুটো। শাসন না করলে এমন ই হয়! তবে আজকাল চুপ করে থাকে এটা আমার ভালো লাগেনা”
শুনে কী বলব ভেবে পাচ্ছিলাম না। বললাম, “ শাসন তো অবশ্যই করা উচিত। কিন্তু যখন আমরা গায়ে হাত তুলি ওরা আমাদেরকে আর সেফ জোন ভাবেনা। গায়ে হাত তুলে বাচ্চাকাচ্চার দুষ্টুমি কমাতে আমরা পারিনা, ওদের সাথে দূরত্ব বাড়াতে পারি শুধু।
যেমন ওরা আর আপনার সাথে ফ্রি হতে পারছেনা। ওদের এজটাই এমন। আমরাও কিন্তু ওদের বয়সে কম দুষ্টুমি করিনি। আপনি চাইলে ওদের মাইন্ড ডাইভার্ট করতে বিভিন্ন অ্যাক্টিভিটিস ট্রাই করাতে পারতেন যেমন ছবি আঁকা, গল্পের বই পড়া বা যা ওদের ভালো লাগে… তাহলে ওরা দুষ্টুমি করলেও এগুলোতে বেশি মনযোগ দিতো।”
জানিনা উনারা কতটুকু এসব মেইনটেইন করবেন, তবু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে অন্তত আমাদের পেইজের সদস্যরা এই ছোট্ট কোমলমতি শিশুগুলোর মনে আঘাত না দিয়ে ভালোবেসে ওদের nursing করেন!
আপনার সন্তান কি আপনাকে সব কথা বলে?